Wednesday, March 22, 2023
Homeরাজ্যকলকাতাLetter to CM Mamata Banerjee on law and order রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে...

Letter to CM Mamata Banerjee on law and order রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ! মুখ্যমন্ত্রীকে চিঠি বিদ্বজ্জনদের একাংশের

কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Letter to CM Mamata Banerjee on law and order গোটা রাজ্যে রামপুরহাট গণহত্যাকাণ্ড এবং আনিস খানের খুন নিয়ে মানুষ এখনও উদ্বিগ্ন হয়ে রয়েছে। পাশাপাশি রয়েছে ঝালদা এবং পানিহাটিতে তৃণমূল কাউন্সিলারের খুনের ঘটনা। এই পরিস্থিতিতে রামপুরহাট গণহত্যাকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বিশিষ্টজনদের একাংশ। চিঠি লেখা হয় শনিবার। সমাজের ২২ জন বিশিষ্ট ব্যক্তি এই চিঠিতে সই করেন। সই করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুমন মুখোপাধ্যায়, বোলান গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, অনুপম রায়, কৌশিক সেন, ধৃতিমান চট্টোপাধ্যায়-সহ ২২ জন বিশিষ্ট ব্যক্তি।

Mamata Banerjee

সম্প্রতি বাংলায় পূর্ব বর্ধমানের তুহিনা খানের আত্মহত্যা, আনিস খানের খুন কিংবা বগটুই হত্যাকাণ্ডের বীভৎস ঘটনা নিয়ে বিশিষ্ট ব্যক্তিরা চিঠিতে তাঁদের দুশ্চিন্তা প্রকাশ করেছেন। চিঠিতে তাঁরা লিখেছেন, “বিগত মার্চ মাসে ঘটে যাওয়া রামপুরহাটের ভয়াবহ ঘটনাকে যেকোনও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পৈশাচিক ঘটনা বলেই আখ্যা দেবেন। আমরা তাঁর ব্যতিক্রম নই।” মূলত মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের প্রশ্ন ছিল, রাজ্যের পুলিশ প্রশাসন প্রথম থেকে যথেষ্ট তৎপর ছিল না কেন? Letter to CM Mamata Banerjee on law and order

বিজেপির নাম অপ্রকাশ্যে রেখে বিশিষ্ট ব্যক্তিরা ২০২১-এর নির্বাচনে ‘বিভাজন সৃষ্টিকারি’ দলকে রুখে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রীকে তাঁরা অনুরোধ করেছেন ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে যে হিংসার অভিযোগ উঠেছিল ২০২৩-এর নির্বাচনে তার যেন পুনরাবৃত্তি যাতে না হয়। যদিও পরবর্তীতে রাজ্য সরকারের অনুসন্ধান, তত্ত্বাবধান এবং ক্ষতিপূরণ দানের প্রক্রিয়া নিয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। Letter to CM Mamata Banerjee on law and order

Mamata Banerjee Majerhat

এরইমধ্যে কিছু বিশেষজ্ঞ যেমন প্রকাশ্যে বগটুই হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা করছেন, তেমনই আবার বুদ্ধিজীবীমহলের বেশ কিছু ব্যক্তিকে এই ঘটনা নিয়ে এখনও মুখ খুলতে দেখা যায়নি। তাঁদের মধ্যে কেউ কাজের ব্যস্ততা দেখিয়েছেন কিংবা কেউ বলেছেন এই ঘটনা নিয়ে নাকি তিনি অবগতই নন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে সাধারণ মানুষকে প্রতিবাদ করতে দেখা গেছে। রাজ্যবাসী বিশিষ্ট ব্যক্তিদের দিকে আঙুল তুলে বলছেন রাজ্যে ঘটে যাওয়া বগটুই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে বিশিষ্ট ব্যক্তিদের দেখা যাচ্ছে না কেন? সম্ভবত রাজ্যবাসীর চাপে পড়েই কিছু বিশিষ্ট ব্যক্তি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বলেই বিশেষজ্ঞদের ধারণা।

Letter to CM Mamata Banerjee on law and order

আরও পড়ুন : Banglar Dairy দুধের সহায়ক মূল্য এবং উৎসাহ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের

————
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular