Saturday, June 10, 2023
Homeরাজ্যকলকাতাMaheshtala Fire মহেশতলায় একটি বাড়িতে আগুন! অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৩ জনের...

Maheshtala Fire মহেশতলায় একটি বাড়িতে আগুন! অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

জয় গুহ, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Maheshtala Fire মহেশতলা থানার অন্তর্গত আকড়া কৃষ্ণনগর পূর্ব পাড়াতে রাতে হঠাৎ একটি বাড়িতে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনটি ঘরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। একটি ঘর থেকে একজন মহিলা আগুন দেখতে পেয়ে বাইরে বেরিয়ে আসে এবং এলাকার মানুষজনকে খবর দেয়। এলাকার মানুষজন গিয়ে প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। Maheshtala Fire

Screenshot 20220417 103609 WhatsApp

এরপর দমকলে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে এবং আগুন নেভানোর কাজ শুরু করে। একটি ঘরে তিনজন ভিতরে ছিল তারা আর বের হতে পারেননি। আগুনে মা ও দুই সন্তান ভস্মীভূত হয়ে যায়। মৃতদের নাম সোমা মণ্ডল (৪০) এবং দুই সন্তান রাহুল মণ্ডল (১০) ও সাহেব মণ্ডল (১২)। Maheshtala Fire

Screenshot 20220417 103420 WhatsApp

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ, ডায়মন্ড হারবার জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি অর্ক ব্যানার্জি, ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল নিরুপম ঘোষ। মৃতেরা ভাড়া বাড়িতে থাকতেন। ওই বাড়িতে ভিতর থেকে তালা দেওয়া ছিল বলে পাঁচিল ভেঙে মৃতদেহ উদ্ধার করে দমকলকর্মীরা। আগুন লাগার ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য স্বামীকে আটক করে নিয়ে যায় মহেশতলা থানার পুলিশ। কী করে আগুন লেগেছে তদন্ত করছে মহেশতলা থানার পুলিশ।

Maheshtala Fire

আরও পড়ুন: Babul Supriyo Win বালিগঞ্জে গোহারা হারল বিজেপি, ২০ হাজারের বেশি ভোটে জয়ী বাবুল

Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular