Saturday, June 10, 2023
HomekolkataMamata warning  ভূমি সংস্কার দপ্তরকে কাজকর্ম নিয়ে সতর্কবার্তা মমতার

Mamata warning  ভূমি সংস্কার দপ্তরকে কাজকর্ম নিয়ে সতর্কবার্তা মমতার

Mamata warning  ভূমি সংস্কার দপ্তরকে কাজকর্ম নিয়ে সতর্কবার্তা মমতার

কৌশিক দাস, ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ভূমি সংস্কার দপ্তরকে কাজকর্ম নিয়ে সতর্ক করে দিয়েছেন।
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভূমি দফতরের আয়োজিত অনুষ্ঠানেই তিনি ওই দফতরের আধিকারিকদের মানুষের সঙ্গে সদয় ব্যবহার করতে এবং সতর্ক ভাবে দ্রুত কাজ করার নির্দেশ দেন।
তিনি বলেন, “মানুষ বিভিন্ন কাজে প্রায়শয়ই ভূমি দপ্তরের দ্বারস্থ হন। আপনারা তাঁদের ফিরিয়ে না দিয়ে কাজটা করে দেবেন। কারও সঙ্গে দুর্ব্যবহার নয়, নিয়ম মেনে কাজ করবেন।”

mamata banerjee1 1594868903

Mamata warning

প্রসঙ্গত, গত বছরই ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাজে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নভেম্বর মাসে হাওড়া জেলায় শিল্প বিনিয়োগের জন্য জমি প্রয়োজন। কিন্তু সেই সংক্রান্ত কাজ থমকে রয়েছে। তা নিয়ে প্রশাসনিক বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।

Published by Samyajit Ghosh

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular