Wednesday, March 22, 2023
Homeরাজ্যনদিয়াMany TMC workers joined BJP in Ranaghat রানাঘাটে বিজেপির স্বস্তি, তৃণমূল ছেড়ে...

Many TMC workers joined BJP in Ranaghat রানাঘাটে বিজেপির স্বস্তি, তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে শতাধিক কর্মী

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : পৌরসভা ভোটের আগে স্বস্তিতে জেলা বিজেপি শিবির। এবার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি-সহ শতাধিক কর্মী গেরুয়া শিবিরে যোগদান করলেন। তাঁদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন নদিয়া রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চ্যাটার্জি।

বেশ কিছুদিন ধরে রানাঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল রাতে সেই উপলক্ষে সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে একটি কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি। সেখানে রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়কের উপস্থিতিতে রানাঘাট পৌরসভার একাধিক ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী-সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা বিজেপিতে যোগ দিলেন।

আরও পড়ুন : Tragic bus accident in Nadia তেহট্টে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল বাস, মৃত এক, আহত বহু

BJP Nadia 1

তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে শতাধিক কর্মী Many TMC workers joined BJP in Ranaghat

বিধায়ক পার্থসারথি চ্যাটার্জি বলেন, ‘এই প্রথম নয়, দিন কয়েক আগে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ২০০ জন কর্মী বিজেপিতে যোগদান করেছিল। বিধানসভা ভোটের ফলাফলের পর আমাদের ভুল বুঝে বেশ কয়েকজন কর্মী সরে গিয়েছিলেন। তাঁরা পুনরায় আবার দলে ফিরে আসছেন।’ যোগদানকারী এক তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বলেন, ‘তৃণমূল কংগ্রেসে কোনও সম্মান পাওয়া যাচ্ছিল না। এর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ভাবে গোটা দেশকে উন্নয়নের শিখরে পৌঁছেছে, মূলত সাধারণ মানুষকে সেই উন্নয়ন পৌঁছে দিতেই বিজেপিতে যোগদান।’

——-
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular