Wednesday, March 22, 2023
Homeরাজ্যনদিয়াMLA's of Matua community meet MP Shantanu Thakur বাড়ছে ক্ষোভ! শান্তনু ঠাকুরের...

MLA’s of Matua community meet MP Shantanu Thakur বাড়ছে ক্ষোভ! শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক মতুয়া সম্প্রদায়ভুক্ত বিধায়কদের

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : বিজেপির জেলা এবং রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মতুয়া সম্প্রদায়ের নেতৃত্বকে জায়গা দিতে হবে। এই দাবি নিয়ে আলোচনা হল বিজেপি সমর্থিত মতুয়া সম্প্রদায় সংগঠনের। একগুচ্ছ দাবি নিয়ে এবার ঠাকুরনগরে মতুয়া সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরের সঙ্গে একান্ত বৈঠক করলেন মতুয়া সম্প্রদায়ভুক্ত বিধায়করা। মতুয়া সম্প্রদায়ের অগ্রাধিকার নিয়ে দীর্ঘ আলোচনায় উপস্থিত ছিলেন নদিয়ার হরিণঘাটার বিধায়ক অসীম সরকার এবং রানাঘাট উত্তর-পূর্বের বিধায়ক মুকুটমণি অধিকারী-সহ অন্যান্য বিধায়করা।

শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক মতুয়া সম্প্রদায়ভুক্ত বিধায়কদের MLA’s of Matua community meet MP Shantanu Thakur

Nadia 1 1

Nadia 6Nadia 3

আরও পড়ুন : TMC factionalism in Durgapur তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দুর্গাপুরের বি জোন, শূন্যে তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ

বিধানসভা ভোটে পরাজয়ের পর নতুন রাজ্য কমিটি গঠন করে বিজেপি। সূত্রের খবর, মতুয়া সম্প্রদায়ের নেতৃত্বকে রাজ্য কমিটিতে প্রাধান্য দেওয়া হয়নি। শুধু তাই নয়, অনগ্রসর শ্রেণির ভোট পেয়ে বিজেপি একাধিক বিধায়ক পেয়েছে। কিন্তু মোটেও বিজেপির তরফে সেজন্য আলাদাভাবে কোনও উচ্চবাচ্য নেই। আর এই নিয়ে সাধারণ ভোটারদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁদের। সেই কারণেই ক্ষোভ উগরে দিয়ে বনগাঁ সাংগঠনিক এলাকা এবং রানাঘাট দক্ষিণ সাংগঠনিক নেতাদের নিয়ে বৈঠক হয় এদিন। রাজ্য কমিটিতে সহ-সভাপতির পদ-সহ নদিয়া জেলা সভাপতি এবং নবদ্বীপ জোটের নেতৃত্ব মতুয়াদের হাতে যাতে তুলে দেওয়া হয় তার সিদ্ধান্ত নেওয়া হয় এদিন। বৈঠকে ঠিক হয় মতুয়া সঙ্ঘাধিপতি তথা সাংসদ শান্তনু ঠাকুর বিষয়টি জানাবে বিজেপি নেতৃত্বকে। তবে আগামী দিনে মতুয়াদের দাবি না মানলে তাঁরা কী সিদ্ধান্ত গ্রহণ করবে পরবর্তীতে তা আলোচনা হবে বলে জানিয়েছেন মতুয়া সম্প্রদায়ভুক্ত বিধায়কেরা।

——-
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular