Saturday, June 10, 2023
Homeরাজ্যনদিয়াNadia Clash রাতের অন্ধকারে দুই তৃণমূল কর্মীকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ নদিয়ায়

Nadia Clash রাতের অন্ধকারে দুই তৃণমূল কর্মীকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ নদিয়ায়

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Nadia Clash রাতের অন্ধকারে দুই তৃণমূল কর্মীকে লক্ষ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ।  একজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযোগের তির সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার কালিগঞ্জ থানার দেবগ্রাম এলাকার ঘটনা।

Screenshot 20220422 093956 WhatsApp

পরিবার সূত্রে জানা যায়, দেবগ্রামের বাসিন্দা মনিরুল হক এবং তৌহিদ আলি শেখ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে ওই তৃণমূল কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে শত্রুতা লেগেই থাকত এলাকার কয়েকজন সিপিএম আশ্রিত যুবকদের সঙ্গে। অভিযোগ গতকাল যখন তারা দেবগ্রাম থেকে বাড়ি ফিরছিল তখন জম পুকুরের পাশে জঙ্গলে বসে ছিল তারা। এরপর ওই দুই তৃণমূল কর্মী আসতেই হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে তাদের ওপর। এলোপাতাড়ি কোপাতে থাকে। চিৎকার চেঁচামেচি করলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। Nadia Clash

Screenshot 20220422 094038 WhatsApp

স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে দেবগ্রাম গ্রামীণ হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই দুই তৃণমূল কর্মী চিকিৎসাধীন, তবে একজনের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তদের পরিবারের দাবি সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। তার কারণ কালীগঞ্জ থানার পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের আঁতাত রয়েছে। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালীগঞ্জ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Screenshot 20220422 093752 WhatsApp

Nadia Clash

আরও পড়ুন: Four year child allegedly raped in Cooch Behar: চার বছরের শিশুকে ‘শ্লীলতাহানির’ অভিযোগ ! কোচবিহারের পুণ্ডিবাড়িতে চাঞ্চল্য

Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular