Tuesday, March 21, 2023
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাNaked dance in Raidighi নগ্ন নাচে মত্ত রায়দিঘির মহব্বতনগর! নিন্দার ঝড়...

Naked dance in Raidighi নগ্ন নাচে মত্ত রায়দিঘির মহব্বতনগর! নিন্দার ঝড় সব মহলে

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : এলাকায় গঙ্গাপুজোর মেলা উপলক্ষে চলছে দেদার নগ্ন নৃত্য! যা যে কোনও বার ড্যান্স বা ক্যাবারে ড্যান্সকেও হার মানাবে। কোভিডবিধি উপেক্ষা করে রাতে মহিলাদের নগ্ন নাচ দেখার জন্য ভিড় জমাচ্ছেন এলাকার কিছু অপসংস্কৃতিসম্পন্ন মানুষজন। হ্যাঁ, এরকমই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়া নিউজ)। যেখানে দেখা যাচ্ছে উন্মত্তের মতো মানুষজন রীতিমতো মজেছেন এই উলঙ্গ নৃত্যের আসরে। শালীনতার ধারধারি না করে দেদার উড়ছে টাকা! আর রায়দিঘি বিধানসভার বোলের বাজার এলাকার মহব্বতনগরের এই ঘটনায় রীতিমতো গর্জে উঠেছেন এলাকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষজনেরা। প্রশ্ন উঠছে প্রশাসনের চোখ এড়িয়ে কীভাবে হল এই অশালীনতার বীজবপন? দাবি উঠেছে, দ্রুত এই নগ্ন নাচের আয়োজনকারীদের অবিলম্বে শাস্তি হোক।

গঙ্গাপুজোর মেলা উপলক্ষে চলছে দেদার নগ্ন নৃত্য Naked dance in Raidighi

আরও পড়ুন : Husband trying to kill his wife ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা! নরেন্দ্রপুরে গ্রেফতার স্বামী ও এক দুষ্কৃতী

—–
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular