Saturday, April 1, 2023
Homeরাজ্যNo Place for 2 cricketers in first XI right now, said Dravid...

No Place for 2 cricketers in first XI right now, said Dravid  দুই ক্রিকেটার এখনই প্রথম একাদশে জায়গা পাবেন না,  জানিয়ে দিলেন স্যার দ্রাবিড়

No Place for 2 cricketers in first XI right now, said Dravid  দুই ক্রিকেটার এখনই প্রথম একাদশে জায়গা পাবেন না,  জানিয়ে দিলেন স্যার দ্রাবিড়

সাম্যজিৎ ঘোষ ইন্ডিয়া নিউজ বাংলা:  ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় সিনিয়র তারকা চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানেকে যতটা সম্ভব সুযোগ দিতে চান। এই কারণে হনুমা বিহারী এবং শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটারদের প্রথম একাদশের নিয়মিত সদস্য আরও বেশি অপেক্ষা করতে হবে।

মাধ্যমে বিরাট কোহলির পিঠের চোটের কারণে সুযোগ পেয়ে দ্বিতীয় ইনিংসে হনুমা বিহারী  দৃঢ় ব্যাটিংয়ে  নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। শ্রেয়সের পেট খারাপের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে সুযোগ পান বিহারী।

Hanuma Vihari

No Place for 2 cricketers in first XI right now, said Sir Dravid  দুই ক্রিকেটার এখনই প্রথম একাদশে জায়গা পাবেন না,  জানিয়ে দিলেন স্যার দ্রাবিড়

Shreyas Iyer

বিহারীর প্রশংসা করে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেন, ‘প্রথমেই বলতে চাই বিহারী দুই ইনিংসেই ভালো পারফর্ম করেছে। প্রথম ইনিংসে ভাগ্য তাকে সমর্থন করেনি এবং  তার ক্যাচটিও দুর্দান্তভাবে নেওয়া হয়েছিল। দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে দলের মনোবল বাড়িয়েছেন তিনি।’

শ্রেয়স আইয়ারের প্রশংসাও করেছেন রাহুল দ্রাবিড়। বললেন, ‘শ্রেয়স দু-তিন ম্যাচ আগে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। যখনই সুযোগ পাচ্ছেন, ভালো পারফর্ম করছে এবং আশা করছি তারও আবার সময় আসবে ভারতের জার্সি গায়ে খেলার।

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular