omicron prevent Delta ওমিক্রন রুখে দিতে পারে ডেল্টা
ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : দেশে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা,তখন আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞান পত্রিকা শোনাচ্ছে আশার কথা। আন্তর্জাতিক গবেষণা পত্রিকা দাবি করা হচ্ছে, ওমিক্রন আক্রান্ত ব্যক্তির ডেল্টা সংক্রমণের বিরুদ্ধে রোগ প্রতিরোধ শক্তি কয়েক গুণ বেড়ে যেতে পারে। অর্থাৎ ওমিক্রন আক্রান্ত ডেল্টা রোখার ক্ষমতা সাড়ে চার গুণ বেড়ে যাচ্ছে।
আফ্রিকা হেল্থ রিসার্চ ইনস্টিটিউটের তরফে গবেষণা চালানো হয়েছে টিকা নেওয়া ও টিকা নেওয়ার পরে যারা omicron সংক্রমিত হয়েছেন তাদের উপর। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এখন আরও বেশি সংখ্যক মানুষের ওপর পরীক্ষা চালিয়ে বিষয়টি পরখ করে দেখতে হবে। তবে গবেষণার প্রাথমিক ফলাফলে যথেষ্ট আশাবাদী চিকিৎসকরা।