Friday, June 2, 2023
Homeঅন্যান্যOrganic Banana Cultivation  জৈব পদ্ধতিতে কলা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

Organic Banana Cultivation  জৈব পদ্ধতিতে কলা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

 

রনজিৎ দাশ,ইন্ডিয় নিউজ বাংলা, মালদা: Organic Banana Cultivation 

মালদায় জৈব পদ্ধতিতে কলা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। উদ্যান পালন দপ্তর জানিয়েছে, প্রতি বছরই এই জেলায় কলা চাষ বাড়ছে। এই চাষ করে চাষিরা ভালই লাভের মুখ দেখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা।

Screenshot 20220315 205801 WhatsApp

Organic Banana Cultivation

উচ্চমানের কলার চাষ করে বিদেশে রফতানি সম্ভব

Screenshot 20220315 205655 WhatsApp
জৈব পদ্ধতিতে কলা চাষে লাভ চাষীদের

সংশ্লিষ্ট দপ্তরের উপ অধিকর্তা সামন্ত লায়েক জানাচ্ছেন, জি-৯ প্রজাতির কলা অত্যন্ত উচ্চমানের। বিদেশেও এই কলার চাহিদা রয়েছে। কয়েক বছর ধরে মালদায় এই প্রজাতির কলাচাষ হচ্ছে। এবছর আমরা জেলায় ১০০ হেক্টর জমিতে এই প্রজাতির কলার চাষ করা হচ্ছে।

জেলার ৬৫০ জন কৃষককে চাষের আওতায় আনা হয়েছে। কৃষকরা বিদেশেও এই কলা রফতানি করতে পারবেন। তাতে তাঁরা ভালই লাভের মুখ দেখতে পাবেন।

 

Published by Samyajit Ghosh

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular