Thursday, March 30, 2023
Homeরাজ্যউত্তর ২৪ পরগণাParrot Rescued ৪৫টি টিয়াপাখি উদ্ধার, বন দফতরের জালে চার বিক্রেতা

Parrot Rescued ৪৫টি টিয়াপাখি উদ্ধার, বন দফতরের জালে চার বিক্রেতা

উষ্ণীষ ঘোষ, বারাসত, ইন্ডিয়া নিউজ বাংলা : গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার গুমা হাটে রবিবার সকালে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল বন দফতর। দু’ধরনের ভারতীয় টিয়াপাখি উদ্ধার করল বনবিভাগের কর্মীরা। আলেকজন্দ্রিন ও রোজরিং নামক ছোট-বড় মিলিয়ে মোট ৪৫টি টিয়াপাখি উদ্ধার করা হয়। এই টিয়াপাখি বিক্রি করার অভিযোগে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

গুমা হাটে অভিযান চালিয়ে টিয়াপাখি উদ্ধার Parrot Rescued

আরও পড়ুন : Bird Hunters Arrested চার পাখি শিকারিকে গ্রেফতার করল গরুমারা বনবিভাগ

জেলা বন দফতর সূত্রে জানা গেছে, বিভিন্ন বাজারে অভিযুক্তরা এই ধরনের বন্যপ্রাণ ধরে বিক্রির কাজ করত। আর সেই মর্মে রবিবার সকালে গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই গুমা হাটে অভিযান চালায় বন দফতরের আধিকারিকরা। সেখান থেকেই অভিযুক্তদের হাতেনাতে পাখি বিক্রির সময় গ্রেফতার করা হয়। এত টিয়াপাখি কোথা থেকে নিয়ে আসা হয়েছে বা কীভাবে নিয়ে আসা হয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখছেন বন দফতরের আধিকারিকরা। চার বিক্রেতার নাম গৌতম মিত্র, দীপু পোদ্দার, রাহুল মণ্ডল ও কার্তিক বারুই। পাশাপাশি চার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এদের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা দেখা হচ্ছে। এই দেশি টিয়াপাখি বিক্রি ব্যবসার ক্ষেত্রে সাত বছর পর্যন্ত জেল হতে পারে বলে জানায় জেলা বন দফতর।

—–
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular