Monday, May 29, 2023
HomeBUISINESSPolice raid ভেজাল সর্ষের তেল কারখানায় অভিযান  কলকাতা পুলিশের  এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

Police raid ভেজাল সর্ষের তেল কারখানায় অভিযান  কলকাতা পুলিশের  এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

Police raid ভেজাল সর্ষের তেল কারখানায় অভিযান  কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

অনুপ রায়, ইন্ডিয়া নিউজ বাংলা, হাওড়া: ভেজাল সর্ষের তেল তৈরির কারখানায় অভিযান চালালো কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। হাওড়ার ৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জালান কমপ্লেক্সে এই ভেজাল তেল তৈরির কারখানায় অভিযান চালানো হয়। আটক হয় প্রচুর পরিমান ভেজাল সর্ষের তেল। যা বাজেয়াপ্ত করা হচ্ছে।

Screenshot 20220207 222046 WhatsApp

সর্ষের তেলের সাথে অন্য তেল মিশিয়ে বাজারে ভেজাল তেল বিক্রি করত এই কোম্পানী

ই বি সূত্রে জানা গেছে সর্ষের তেলের সাথে অন্য তেল মিশিয়ে বাজারে ভেজাল তেল বিক্রি করত এই কোম্পানী। খবর পেয়ে এই কারখানায় তৈরি হওয়া তেলের নমুনা সংগ্ৰহ করে পরীক্ষা করা হয়। তাতে জানা যায় ভেজাল সর্ষের তেল তৈরি হচ্ছে এখানে।কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।কারখানাটি আপাতত সিল করে দেওয়া হচ্ছে।

Published by Samyajit Ghosh

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular