রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা : Return from Ukraine প্রতিকূল পরিস্থিতির মধ্যে কয়েক সপ্তাহ কাটিয়ে মালদায় নিজের বাড়িতে ফিরলেন মেডিক্যাল পড়ুয়া মৌমি সিংহ। মেয়ে ঘরে ফিরে আসায় হাসি ফুটেছে পরিবারের মুখে। ইংরেজবাজার শহরের মালঞ্চপল্লির ব্যাবসায়ী সন্দীপ কুমার সিংহ এবং মিতা সিংহের একমাত্র সন্তান মৌমি। দু’বছর আগে ইউক্রেনে খারকিভ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি। মৌমির মা জানান মেয়ে বাড়িতে ফিরে আসায় খুব খুশি তাঁরা।
মাইনাস ৩ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে ১৩-১৪ কিলোমিটার হাঁটা Return from Ukraine
বাড়িতে ফিরে এসে মৌমি জানিয়েছেন, ‘প্রতিদিন বোমার শব্দ কানে আসত। আতঙ্কের মধ্যে ঘুম আসত না। খাবারের অভাব, পানীয় জলের অভাব তো ছিলই। বুঝতে পারছিলাম না এখান থেকে কীভাবে বাড়ি ফিরব! একসময় খারকিভ খালি করার নির্দেশ আসে। মাইনাস ৩ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে ১৩-১৪ কিলোমিটার হেঁটে পিসোচিনে এসেছিলাম। কলেজ কর্তৃপক্ষ আমাদের একটা শিবিরে রাখে। সেখানে দিন কয়েক থাকার পর তারাই বাসে করে রোমানিয়া সীমান্তে পৌঁছে দেয়। রোমানিয়া পৌঁছানোর পর আমাদের আর কোনও অসুবিধা হয়নি। ভারতীয় দূতাবাস থেকে আমাদের খাবারের ব্যবস্থা, গরম পোশাক সবই দেওয়া হয়। পরে আমাদের ভারতীয় বিমানে তুলে দিল্লি পৌঁছে দেওয়া হয়। তারপর সেখান থেকে কলকাতা হয়ে বাড়ি ফিরি।’ ইউক্রেন থেকে বাড়ি ফিরে কিছুটা স্বস্তি পেয়েছেন মৌমি। তবে ডাক্তারি পড়া কোথায় কীভাবে শেষ করবেন তা নিয়ে ভীষণ চিন্তায় রয়েছেন তিনি।
Return from Ukraine
আরও পড়ুন : Joining TMC in Malda মোথাবাড়িতে কংগ্রেস-বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন প্রায় ৫০০ কর্মী-সমর্থক
————
Published by Subhasish Mandal