Thursday, March 30, 2023
HomePoliceStep father killed stepson পথের কাঁটা ছেলেকে সরাতে খুনের দায়ে গ্রেপ্তার সৎ...

Step father killed stepson পথের কাঁটা ছেলেকে সরাতে খুনের দায়ে গ্রেপ্তার সৎ বাবা

Step father killed stepson পথের কাঁটা ছেলেকে সরাতে খুনের দায়ে গ্রেপ্তার সৎ বাবা

অনুপ রায়, ইন্ডিয়া নিউজ বাংলা, হাওড়া:  গতকাল সকালে বাঁকড়া থেকে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হয় হাওড়ার টিকিয়াপাড়ার একটি নির্মিয়মান বহুতলের বেসমেন্টের জমা জল থেকে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। বাঁকড়া থেকে টিকিয়াপাড়ার ঘটনাস্থল পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় থাকা সিসিটিভির ছবি দেখার পরেই মঙ্গলবার রাতেই মৃত শিশুর সৎ বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিন এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) কে কান্নান। এদিন ঘটনার পুনর্নির্মাণ করে ফরেন্সিক দল। এদিন দুপুরে পুলিশের তদন্তকারীদের সাথে ঘটনাস্থলে পৌঁছান ফরেন্সিক দলের সদস্যরা। তাঁরা ধৃতের বয়ান অনুযায়ী ঘটনার পুনর্নির্মাণ করেন।

Screenshot 20220203 005114 Video Player

পুলিশের অনুমান, স্ত্রীর প্রথম পক্ষের সন্তানকে মেনে নিতে পারছিলেন না ধৃত। তাই শিশুটির মা কাজের উদ্দেশ্যে দিল্লি রওনা দেওয়ার পরেই সে এই ঘটনা ঘটায়।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রীর প্রথম পক্ষের সন্তানকে মেনে নিতে পারছিলেন না ধৃত। তাই শিশুটির মা কাজের উদ্দেশ্যে দিল্লি রওনা দেওয়ার পরেই সে এই ঘটনা ঘটায়।

 

Published by Samyajit Ghosh

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular