Wednesday, March 22, 2023
HomeCrimeSubhendu slams Mamata মুখ্যমন্ত্রীর উচিত গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া, হাঁসখালির নির্যাতিতার...

Subhendu slams Mamata মুখ্যমন্ত্রীর উচিত গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া, হাঁসখালির নির্যাতিতার বাড়িতে গিয়ে বললেন শুভেন্দু

সুরজিৎ দাস, নদিয়া,ইন্ডিয়া নিউজ বাংলা:  Suvendu slams Mamata:   শুভেন্দু হুঙ্কার দিয়ে বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত! মা বলছে আমার মেয়ে গর্ভবতী নয়। মুখ্যমন্ত্রীর উচিত আগামিকাল এখানে এসে গলায় গামছা দিয়ে পরিবারের কাছে ক্ষমা চাওয়া।’’ শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাড়ির অবস্থা দেখিয়ে বলেন,” এই বাড়ির মেয়ে কখনও মদ খেতে পারে! এ মমতা ব্যানার্জির ভাইঝি নাকি?   আর মা কখনও মেয়ের বিরুদ্ধে বলতে পারে?” তোপ দাগেন শুভেন্দু।

Screenshot 20220412 202611 Video Player
নির্যাতিতার বাড়ির সামনে মমতাকে তোপ দাগেন শুভেন্দু অধিকারী

তিনি এ-ও বলেন, ‘‘যা ঘটেছে তা অত্যন্ত লজ্জার। প্রথমে ধর্ষণ ও অত্যাচার। তার পর প্রমাণ লোপাটের জন্য নির্যাতিতার দেহ পোড়ানো— সবটাই করেছেন তৃণমূল নেতারা।’’ তাঁদের দৃষ্টান্তমূলক সাজা পাওয়া উচিত । শুভেন্দু আরও বলেন,‘‘পুলিশের উপর কোনও ভরসা নেই। সিবিআই তদন্ত চেয়েছেন নির্যাতিতার পরিবার। পুলিশ প্রতিদিন হয়রানি করছে, পরিবার বলছে, আমাদের বাঁচান, আমরা সিবিআই চাই। আমি বলব, এটা দ্বিতীয় নির্ভয়া কেস।’’

Screenshot 20220412 201735 WhatsApp

মঙ্গলবার অনেকটা রাস্তা মিছিল করে হাঁসখালির নির্যাতিতার বাড়িতে যান বিজেপি নেতারা। মিছিলের সামনে ছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু। তিনি দাবি করেন, হাঁসখালির ঘটনার জন্য দায়ী তৃণমূল নেতারাই।

Published by Samyajit Ghosh

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular