Tuesday, March 21, 2023
Homeরাজ্যজলপাইগুড়িTeaching in bosom of nature in Dhupguri প্রকৃতির পাঠশালা!  কোভিডবিধি মেনে গাছতলায়...

Teaching in bosom of nature in Dhupguri প্রকৃতির পাঠশালা!  কোভিডবিধি মেনে গাছতলায় প্রাথমিকের পাঠদান ধূপগুড়িতে

সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : সরকার পোষিত প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের জন্য পাড়ায় শিক্ষালয় চালুর কথা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। রাজ্য সরকারের এই ঘোষণার আগে থেকেই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একই ভাবে গাছতলায় পড়িয়ে আসছে ধূপগুড়ির বারঘড়িয়া গ্রামপঞ্চায়েতের বারঘড়িয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার দুপুর ১২ টায় স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখা গেল স্কুল পার্শ্ববর্তী বাঁশ বাগানে চলছে প্রকৃতির পাঠশালা। স্কুলের ৩ জন শিক্ষক দ্বিতীয় শ্রেণির ৩৯ জন ছাত্রছাত্রীকে সমস্ত কোভিড নিয়ম মেনে পড়াচ্ছেন। উল্লেখ্য, এই বিদ্যালয় ২০১৭ সালে নির্মল বিদ্যালয় পুরস্কার, ২০১৮ সালে শিশুমিত্র বিদ্যালয় পুরস্কার ও ২০১৯ সালে সার্টিফিকেট অফ অ্যাপ্রিশিয়েশন পুরস্কার পেয়েছে।

বারঘড়িয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে প্রকৃতির পাঠশালা Teaching in bosom of nature in Dhupguri

আরও পড়ুন : Migratory birds in East Burdwan ভাতারের দিঘিতে পরিযায়ী পাখিদের ভিড়

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তথা ২০২১ সালে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন সন্মান প্রাপক শ্রী জয় বসাক জানান, আমাদের ছাত্রছাত্রীদের বেশিরভাগ অভিভাবক নিরক্ষর। ফলে গত শিক্ষাবর্ষে অ্যাক্টিভিটি টাস্ক জমা নেওয়ার সময় আমরা অনুভব করি ছাত্রছাত্রীদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমরা গত শিক্ষাবর্ষের মাঝামাঝি থেকে  এই উদ্যোগ নেই, তা এখনও চলছে। উপস্থিতির সংখ্যাও প্রায় ৮০ শতাংশ।

—–
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular