Thursday, March 30, 2023
Homeরাজ্যTheft: চুরির অভিযোগে ৪ নাবালককে দড়িতে বেঁধে বেদম প্রহার

Theft: চুরির অভিযোগে ৪ নাবালককে দড়িতে বেঁধে বেদম প্রহার

ইন্ডিয়া নিউজ বাংলা

পার্থ মুখোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর: চার নাবালকের বয়স ১১ থেকে ১২ বছরের মধ্যে। প্রত্যেকের কচি দু পায়ের  মাঝে বাঁশ দিয়ে শক্ত করে পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। আবার প্রত্যেকের হাত দুটোও দড়িতে শক্ত করে বাঁধা। হাত পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছে মাটিতে। তারপর বাঁশ দিয়ে নির্মম ভাবে পেটাচ্ছে এক ব্যক্তি তার সঙ্গে হাত লাগিয়েছে এক মহিলা। যন্ত্রণায় চিত্কার করছে চার নাবালক। ভয়ঙ্কর বর্বতার সাক্ষী থাকল গড়বেতা থানার অন্তর্গত গড়বেতা ১ নম্বর ব্লকের তিন নম্বর বড়মুড়া অঞ্চলের জবা গ্রামের বাসিন্দারা।

অভিযোগ ট্রাক্টরের পার্টস চুরি করেছে এই চার নাবালক এই অভিযোগ নিয়ে ওই চার নাবালককে দড়িতে করে বেঁধে মাটিতে ফেলে নির্মমভাবে পেটাচ্ছেন রবিয়াল খান নামে এক ব্যক্তি। নাবালকদের পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গড়বেতা থানার পুলিশ গ্রেপ্তার করেছে,পাশাপাশি ওই চার নাবালককে আনা হয়েছে গড়বেতা হাসপাতালে।

সেখানে তাদের চিকিৎসা চলছে।এই বিষয় নিয়ে গড়বেতা ১ নম্বর ব্লকের বিডিও শেখ ওয়াসিম রেজা বলেন অভিযোগ পেয়েছি পুলিশকে জানিয়েছি,অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

আর ও পড়ুন : Viral video of gunfire গুলি চালানোর ভিডিও ভাইরাল! বিড়ম্বনায় রিষড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার

আর ও পড়ুন : Attempted murder of neighbor হাঁস বিক্রির টাকা চাওয়ার জের! মালদায় হাঁসুয়া দিয়ে খুনের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular