Friday, June 2, 2023
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাToto's collision with government bus সরকারি বাসের সঙ্গে টোটোর ধাক্কা, বিষ্ণুপুরে ১১৭...

Toto’s collision with government bus সরকারি বাসের সঙ্গে টোটোর ধাক্কা, বিষ্ণুপুরে ১১৭ নম্বর জাতীয় সড়কে মৃত ১

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : দক্ষিণ ২৪পরগনার বিষ্ণুপুর থানার বাগিরহাট এলাকায় টোটো ও সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল টোটো চালকের। প্রত্যক্ষদর্শীরা জানান। পৈলানের দিকে যাবার পথে বাগিরহাট এলাকায় উল্টোদিক থেকে আসা সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় টোটোর। ঘটনায় টোটোচালককে গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানুষজন উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আনার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম রমেশ নস্কর (৪০) উত্তর কাজিরহাট এলাকার বাসিন্দা। ঘটনায় ১১৭ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। বিষ্ণুপুর থানার পুলিশ এসে বাসটিকে আটক করলেও চালক পলাতক।

South 24 Parganas 2

Toto’s collision with government bus দক্ষিণ ২৪পরগনার বিষ্ণুপুর থানার বাগিরহাটে ১১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা

আরও পড়ুন : Explosion in dustbin at Nayapatti in Bidhannagar নয়াপট্টিতে ডাস্টবিনে বিস্ফোরণ, আশঙ্কাজনক ২ শিশু, তদন্তে স্পেশাল ব্রাঞ্চ ও বম্ব স্কোয়াড

———–
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular