Monday, May 29, 2023
HomeCrimeTrucks with Elephants arrested হাতি বোঝাই ট্রাক আটক জলপাইগুড়িতে

Trucks with Elephants arrested হাতি বোঝাই ট্রাক আটক জলপাইগুড়িতে

Trucks with Elephants arrested

সুপ্রিয় বসাক,ইন্ডিয়া নিউজ বাংলা, জলপাইগুড়ি:  সাতটি হাতি বোঝাই ট্রাক আটক জলপাইগুড়ি তিস্তা সেতুর কাছে। ট্রাক ভর্তি হাতি আটক করলো বন দফতর। অরুনাচল প্রদেশ থেকে ট্রাক বোঝাই করে মোট সাতটি হাতি অসম হয়ে গুজরাট নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে।

Screenshot 20220322 231515 WhatsApp

গোপন সূত্রে খবর পেয়ে বনকর্মীরা তিস্তা সেতুর কাছে হাতি সহ ট্রাক আটক করেন। ঘটনায় মাহুত এবং গাড়ির চালক সহ ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বন দফতর। পাচারের উদ্দেশ্যে হাতিগুলো কে নিয়ে যাওয়া হচ্ছিল কিনা জানতে কাগজপত্র খতিয়ে দেখার পাশাপাশি হাতির কানে লাগানো মাইক্রো চিপ পরীক্ষা করে দেখা হবে বলে জানা গিয়েছে।

Trucks with Elephants arrested

উল্লেখ্য দিন কয়েক আগে অসম বাংলা সীমান্তের বারোবিশায় পাচারের আগে ক্যাঙ্গারু সহ একটি ট্রাক আটক করে পুলিশ। বর্তমানে আলিপুর চিরিয়াখানায় রাখা হয়েছে ক্যাঙারুটিকে।

Published by Samyajit Ghosh

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular