Saturday, June 10, 2023
Homeরাজ্যকোচবিহারTufanganj Mental Hospital মানসিক হাসপাতাল পরিদর্শনে জেলা স্বাস্থ্য আধিকারিক

Tufanganj Mental Hospital মানসিক হাসপাতাল পরিদর্শনে জেলা স্বাস্থ্য আধিকারিক

অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : Tufanganj Mental Hospital তুফানগঞ্জে মানসিক হাসপাতাল পরিদর্শনে এলেন কোচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বুধবার বেলা ১২টা নাগাদ তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত তুফানগঞ্জ মহকুমা মানসিক হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি খতিয়ে দেখেন এখানকার স্বাস্থ্য পরিকাঠামো।

CHB 2 3

ঝাঁ-চকচকে হাসপাতাল বিল্ডিং তৈরি Tufanganj Mental Hospital

সূত্রের খবর, তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে মানসিক চিকিৎসার জন্য কোচবিহার জেলা তো বটেই, নিম্ন অসমের রোগীরাও ভিড় জমান নিত্যদিন। ফলে তুফানগঞ্জে মানসিক হাসপাতালে পরিষেবার চাহিদা দিন দিন বাড়তে থাকে। রাজ্য সরকারের উদ্যোগে কয়েক কোটি টাকা বাজেটের ঝাঁ-চকচকে হাসপাতাল বিল্ডিং তৈরি করা হয়েছে। যদিও দীর্ঘ দুই বছর ধরে তুফানগঞ্জ ১ ও ২ ব্লক জুড়ে করোনা রোগীদের চিকিৎসা করা হত এই মানসিক হাসপাতালে। বেশ কিছুদিন ধরে তুফানগঞ্জে করোনা পজিটিভ রুগী না থাকায় খুব শীঘ্রই মানসিক হাসপাতালে এই বিল্ডিংগুলি খুলে দেওয়া হবে বলে জানান কুচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস।

CHB 1 8

Tufanganj Mental Hospital

আরও পড়ুন : Bombing in Murshidabad পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতির বচসাকে কেন্দ্র করে বোমাবাজিতে অগ্নিগর্ভ জলঙ্গি

———–
Published by Subhasish Mandal  

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular