Sunday, June 4, 2023
Homeরাজ্যউত্তর দিনাজপুরTwo young from Chhattisgarh travel India on walking হাঁটার বার্তা নিয়ে ভারত...

Two young from Chhattisgarh travel India on walking হাঁটার বার্তা নিয়ে ভারত ভ্রমণে ছত্তিশগড়ের দুই যুবক

তন্ময় চক্রবর্তী, উত্তর দিনাজপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : ‘যত হাঁটবেন, তত হাসবেন’–– এই বার্তাকে সামনে রেখে জ্বালানি খরচ বাঁচিয়ে ও পরিবেশ দূষণ প্রতিরোধের লক্ষ্যে হেঁটে সারা ভারত ভ্রমণ শুরু করেছেন ছত্তিশগড় রাজ্যের বরোদা বাজার এলাকার দুই যুবক সৌরভ দিবাঙ্গন ও জিতেশ শর্মা। উদ্দেশ্য হেঁটে ভারত ভ্রমণের মাধ্যমে সাধারণ মানুষকে হাঁটার বার্তা দেওয়া এবং নিজেকে নানান রোগ থেকে মুক্ত রাখা। ছত্তিশগড় থেকে রওনা হয়ে হেঁটে ভুবনেশ্বর-কলকাতা হয়ে আজ তাঁরা এসে পৌঁছেছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে। এরপর গ্যাংটক হয়ে উত্তর-পূর্ব ভারত যাবেন সৌরভ ও জিতেশ।

হাঁটার বার্তা নিয়ে ভারত ভ্রমণ Two young from Chhattisgarh travel India on walking

North Dinajpur 1

আরও পড়ুন : Inauguration of Quit India Movement Memorial and District Police Museum at Balurghat ভারত ছাড়ো আন্দোলনের স্মৃতিসৌধ ও জেলা পুলিশ সংগ্রহশালার উদ্বোধন বালুরঘাটে

North Dinajpur 2

চলতি বছরের ২১ অক্টোবর ছত্তিশগড়ের বরোদা বাজারের দুই যুবক সৌরভ ও জিতেশ হেঁটে সারা ভারত ভ্রমণের উদ্দেশে রওনা হন।  ভারতবর্ষের ২৮টি অঙ্গরাজ্য হেঁটেই পরিভ্রমণ করবেন তাঁরা। ৩ বছরের এই ভারত ভ্রমণ পরিক্রমা কর্মসূচিতে আজ তাঁরা এসে পৌঁছেছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। পরিভ্রমণকারী জিতেশ শর্মা জানালেন, ‘ভারতবর্ষের প্রতি দশ কিলোমিটার অন্তর অন্তর মানুষের জীবনযাত্রার বদল ঘটে, সংস্কৃতির বদল ঘটে। সেই পরিবর্তন এবং ভারতবর্ষের সংস্কৃতি পর্যবেক্ষণ করতেই তাঁদের এই পরিভ্রমণ। কিন্তু ওড়িশার সীমান্ত পার হয়ে বাংলায় প্রবেশ করতেই দেখতে পেলেন এখানে তীব্র যানজট এবং সাধারণ মানুষ অল্প প্রয়োজনেই মোটরবাইক ও গাড়ি ব্যাবহার করেন। ফলে একদিকে যেমন বাড়ছে পরিবেশের দূষণ, অপরদিকে বাড়ছে জ্বালানির খরচ। জ্বালানির খরচ বাঁচানোর পাশাপাশি দূষণ প্রতিরোধে এবং শারীরিকভাবে সুস্থ থাকার লক্ষ্যে মানুষের হাঁটা উচিত। মানুষকে আমরা হাঁটার কথা বলতেই আমাদের এই হেঁটে ভারত ভ্রমণ।’

———
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular