Sunday, June 4, 2023
Homeওয়েস্ট বেঙ্গল3 Dead as Bus going to Digha falls on drainage canal, ...

3 Dead as Bus going to Digha falls on drainage canal, দীঘার পথে নয়ানজুলিতে বাস, নিহত ৩

দীঘার পথে নয়ানজুলিতে বাস, মর্মান্তিক মৃত্যু ঘটল ৩ যাত্রীর

সোমবার রাতে দিঘা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাস ৷ দুর্ঘটনা ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন তিনজন ৷ কাঁথি মহকুমার পিছাবনী বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি ।

 

ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৮ জন ৷ তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা রয়েছেন ৮ জন যাত্রীর৷ সকলকে রাতেই কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাদের মধ্যে মৃত্যু হয় তিনজনের। মৃতেরা হলেন তপন কর, ইন্দ্রজিৎ পট্টনায়ক ও দীপঙ্কর মান্না।

 

WhatsApp Image 2021 12 14 at 08.51.58

রাতের অন্ধকারে ঘটনার পর ওই রাস্তায় যানজট তৈরি হয়।পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে নিয়ে যায়।

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular