Saturday, June 10, 2023
Homeওয়েস্ট বেঙ্গলAAI inspected infrastructure of Malda Airport বিমানবন্দর পরিদর্শন এয়ারপোর্ট অথরিটির, আশায় বুক...

AAI inspected infrastructure of Malda Airport বিমানবন্দর পরিদর্শন এয়ারপোর্ট অথরিটির, আশায় বুক বাঁধছেন মালদাবাসী

রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা : প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা বিমানবন্দরে (Malda Airport)বিমান চালানোর কথা জানান। আর সেই মতো মালদা বিমানবন্দর পরিদর্শন করলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)। জেলা প্রশাসন আধিকারিকদের সঙ্গে নিয়ে বিমানবন্দর পরিদর্শন করলেন তাঁরা। যদিও বড় বিমান নয়, ছোট বিমান চালানোর বিষয়টি খতিয়ে দেখেন আধিকারিকরা।

Malda Airport 2

মুখ্যমন্ত্রী জেলা সফরে মালদা শহরে প্রশাসনিক বৈঠকে এসে খোঁজ নিয়েছিলেন মালদার বিমানবন্দরে বর্তমান পরিস্থিত নিয়ে। দ্রুত বিমানবন্দর চালু করার কথাও জানিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই সোমবার এয়ারপর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি প্রতিনিধিদল বিমানবন্দরের পরিস্থিতি খতিয়ে দেখেন। আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বিমানবন্দর নিয়ে আশায় বুক বাঁধছেন মালদাবাসী (AAI inspected infrastructure of Malda Airport)

বর্তমানে মালদা বিমানবন্দরে যে রানওয়ে রয়েছে তাতে ১৯ আসন বিশিষ্ট বিমান নামলেও ৯০ আসনবিশিষ্ট বিমান নামার জন্য রানওয়ের সম্প্রসারণ জরুরি। সেক্ষেত্রে বিমানবন্দরের পাশে বিভিন্ন সরকারি জমি যেগুলি দখল হয়ে গিয়েছে সেগুলি দখলমুক্ত করতে হবে। পাশাপাশি প্রয়োজনে জমি অধিগ্রহণও করতে হবে। আর এই বিমানবন্দর চালু হলে উপকৃত হবেন মালদাবাসীরা। ব্যবসায় উন্নতি ও যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নতি হবে। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর।

Malda Airport 3

ডিজিএম এয়ার ইন্ডিয়া ট্রাফিক ম্যানেজার ধনঞ্জয় তিওয়ারি জানান, ‘আমরা মালদা এয়ারপোর্ট পরিদর্শন করেছি। সেখানে বড় বিমান বা ছোট বিমান নামানোর ক্ষোত্রে কী কী সুবিধা ও অসুবিধা রয়েছে বা রানওয়েতে কী কী দরকার, ইলেক্ট্রিকসিটি-সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হয়। পাশাপাশি বিমানবন্দরের ম্যাপ সংগ্রহ করা হয়েছে। আমরা সমস্ত রিপোর্ট জেলাশাসককে দিয়ে দেব।’

বিমানবন্দর নিয়ে রাজনৈতিক তরজা (AAI inspected infrastructure of Malda Airport)

বিমানবন্দর নিয়ে বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল অভিযোগের সুরে বলেন, ‘আমাদের সাংসদ খগেন মুর্মু এই নিয়ে বারবার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছেন। সঠিক বিমানবন্দর তৈরি করার জন্য যে জমির প্রয়োজন তা অধিগ্রহণ করে দিচ্ছে না রাজ্য সরকার। তাদের সদিচ্ছার অভাবেই এই বিমানবন্দর এখনও চালু হয়নি।’

পাল্টা তৃণমূলের মালদা জেলার মুখপাত্র শুভময় বসু বলেন, ‘রাজ্য সরকার তার পিডব্লিউডি ডিপার্টমেন্টের মাধ্যমে ৫০ কোটি টাকা ব্যয় করে পরিকাঠামো নির্মাণ করেছে। বিরোধীরা এটা নিয়ে অযথা রাজনীতি করছেন। মুখ্যমন্ত্রী যখন বিমানবন্দর চালু করার পরিকল্পনা নিয়েছেন, দ্রুতই বিমানবন্দর চালু হবে।’

——–
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular