Sunday, June 4, 2023
HomeWILDLIFEDEAD BODY OF LEOPARD FOUND IN TEA GARDEN, চা বাগানে...

DEAD BODY OF LEOPARD FOUND IN TEA GARDEN, চা বাগানে চিতাবাঘের রক্তাক্ত দেহ উদ্ধার

ডুয়ার্সে চিতাবাঘের রহস্যমৃত্যু।

একটি পূর্ণ বয়স্ক লেপার্ডের থ্যাতলানো মৃতদেহ উদ্ধার মাদারিহাট থানার গ্যারগেন্ডা চা বাগান থেকে। বুধবার সকালে স্থানীয় একটি প্রাথমিক স্কুলের সামনে চিতাবাঘের মৃতদেহটি পড়ে থাকতে দেখে লঙ্কাপাড়া রেঞ্জে খবর দেন স্থানীয় বাসিন্দারা। লেপার্ডটির দেহে আঘাতের চিহ্ন দেখে রহস্য দানা বাঁধছে। কারণ ২০১৮ সালে গ্যারগেন্ডা চা বাগানেই দুটি লেপার্ডকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে।

ময়নাতদন্তের পরেই লেপার্ডটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন বনধিকারিকরা। তবে জলদাপাড়া  বনবিভাগের ডিএফও-র প্রাথামিক অনুমান, ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে লেপার্ডটিকে। মৃত্যুর কারণ খুঁজে বের করতে ঘটনাস্থলে  জলদাপাড়া জাতীয় উদ্যানের গোয়েন্দা কুকুর ট্রফি ।।

 

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular